Results 1 to 3 of 3

Thread: টেলিটক 3g মডেম কিভাবে আনইন্সটল করব?

  1. #1
    Join Date
    Sep 2012
    Beans
    5

    Question টেলিটক 3g মডেম কিভাবে আনইন্সটল করব?

    টেলিটক 3G মডেম ড্রাইভার ইন্সটল করার পর মোবাইল ব্রডব্যান্ড কানেকশন বারবার Disconnect হয়তেসে। কিভাবে আনইন্সটল করব মডেম ড্রাইভার???

  2. #2
    Join Date
    Apr 2013
    Location
    /Earth/Bangladesh/Dhaka/
    Beans
    120
    Distro
    Ubuntu 14.04 Trusty Tahr

    Re: টেলিটক 3g মডেম কিভাবে আনইন্সটল করব?

    মডেমের ড্রাইভার আন - ইনস্টল করার জন্য টার্মিনাল থেকে প্রথমে যে ফোল্ডারে মডেম ইনস্টল হয়েছে সেটা খুঁজে বের করুন। সাধারণত এটা /opt/teletalk3g তে থাকে। ধরা যাক সেটি /opt/teletalk3g তেই আছে। সেক্ষেত্রে প্রথমে কমান্ড - লাইন / টার্মিনাল খুলে (Ctrl + Alt + T) সেই ফোল্ডারে নেভিগেট করুন। কমান্ডটা হবে অনেকটা এরকম -
    Code:
    cd /opt/teletalk3g
    এবার এতে uninstall.sh নামে আন - ইনস্টল করার জন্য একটি স্ক্রিপ্ট ফাইল দেওয়া আছে সেটা চালান। কমান্ডটা হবে এরকম -
    Code:
    sudo ./uninstall.sh
    পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড দিন। তাহলেই আন - ইনস্টল হয়ে যাওয়ার কথা।
    Registered Linux User #560763

  3. #3
    Join Date
    Sep 2012
    Beans
    5

    Re: টেলিটক 3g মডেম কিভাবে আনইন্সটল করব?

    thanks works.
    কিন্তু এই সমস্যা তা ঠিক হচ্ছে না। মোবাইল ব্রডব্যান্ড/টেলিটক মডেম ইন্টারনেট কানেক্ট করলেই বারবার Disconnect হসসে। কিন্তু WIFI দিয়ে ঠিক ভাবেই ইন্টারনেট কানেক্ট হয়।
    আমি Ubuntu 14.04 LTS ব্যাবহার করতেসি। modem-manager আনইন্সটল করে আবার ইন্সটল করেসি কিন্তু ঠিক হচ্ছে না।

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •