Re: Grameenphone modem dia net connect dile offline mood dekhacce.
আপনি কিভাবে আপনার মডেম কানেক্ট করেছেন? মডেমের সাথে দেওয়া ড্রাইভার সফ্টওয়্যার ব্যবহার করে? ধরে নিচ্ছি আপনি ড্রাইভার সফ্টওয়্যার ইনস্টল করে কানেক্ট করেছেন। সম্ভবত আপনার ড্রাইভার সফ্টওয়্যারটি ইন্টারনেট কানেক্ট করার জন্য wvdial ব্যবহার করছে। আর wvdial এ এই বাগটি থাকার কারনে এই সমস্যাটি হচ্ছে। সমাধান: মোবাইল ব্রডব্যান্ড হিসেবে মডেম কানেক্ট করা। এই লিঙ্কে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটি টেলিটক ত্রিজি এর জন্য হলেও গ্রামীনফোন মডেমের ক্ষেত্রেও একই রকম।
Registered Linux User #560763