Results 1 to 4 of 4

Thread: ইন্টারনেট সংযোগে সমস্যা।

  1. #1
    Join Date
    Oct 2013
    Beans
    1

    ইন্টারনেট সংযোগে সমস্যা।

    আমি কিছু দিন আগে উবুন্তু ১২.০৪ ইন্সটল করেছি।বলতে পারেন আমি একদম নতুন উবুন্তুতে। ইন্সটল করার পরে ইন্টারনেট সংযোগ করার চেষ্টা করি কিন্তু নেট কানেকটেড হলেও স্পীড ছিল খুবই অল্প। কিন্তু বড় সমস্যাটা এর পরে আসে---কিছু সময় পরে আমি আবার ইন্টারনেট সংযোগ করার চেষ্টা করি কিন্তু এবার আমাকে বারবার মেসেজ দিতে থাকে আমি অফলাইনে আছি। এর পরে অনেক চেষ্টা করেও আর কানেকসন দিতে পারিনি। কেউ কি আমাকে সাহায্য করতে পারেন।

  2. #2
    Join Date
    Apr 2013
    Location
    /Earth/Bangladesh/Dhaka/
    Beans
    120
    Distro
    Ubuntu 14.04 Trusty Tahr

    Re: ইন্টারনেট সংযোগে সমস্যা।

    আপনার ইন্টারনেট সংযোগ কি ধরণের? ব্রডব্যান্ড, ওয়াই - ম্যাক্স, নাকি ত্রিজি মডেম?

  3. #3
    Join Date
    Nov 2013
    Beans
    2

    Re: ইন্টারনেট সংযোগে সমস্যা।

    amaka aktu help koran ..ame ubuntu 13.04 and xp 3 aksathe chalai.kintu ubuntu te broadband kevaba chaalabo ??kau janle help koren.

  4. #4
    Join Date
    Dec 2012
    Beans
    2

    Re: ইন্টারনেট সংযোগে সমস্যা।

    Quote Originally Posted by jafarbd4 View Post
    amaka aktu help koran ..ame ubuntu 13.04 and xp 3 aksathe chalai.kintu ubuntu te broadband kevaba chaalabo ??kau janle help koren.

    প্রথমে ব্রডব্যন্ডের তারটি পিছিসে লাগান, দেখবেন উবুন্টু "wired connection" এ কানেক্ট করার চেষ্টা করছে। এরপর নেটওয়াার্ক আইকন এ ক্লিক করে
    Network Settings এ যান। এখানে দেখবেন "Wired Connection 1" নামে একটা কানেকশনে উবুন্টু কানেক্ট করার ট্রাই করে যাচ্ছে। এরপর এটি এডিট করা শুরু করুন। "IPv4 Settngs" ট্যাবে গিয়ে "Method" এ "Manual" সিলেক্ট করুন। এরপর "Address" বক্সে যথাক্রমে "Address", "Netmask" ও "Gateway" যেগুলো আপনার সার্ভিস প্রভাইডার আপনাকে দিয়েছে সেগুলো দিন। "DNS Serrver 1 ও 2" নিচের "DNS Server" ও "Search Domain" এ দিয়ে দেন। সেইভ বাটনে ক্লিক করে বের হয়ে আসুন।

    কেল্লা ফতে।।।।

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •