গতকাল রাত্রে আমি ১২.০৪ থেকে ১২.১০ 'এ আপগ্রেড করি। এরপর থেকে আর উবুন্তু খুলছে না । বুটিং এর পরে যে মেনু আসছে তা নিম্নরুপ। Ubuntu Advance Option for Ubuntu MemTest (memtest86+) MemTest (memtest 86+, Serial Console 115200) Windows Loader (on /dev/SDa1) প্রথমটায় ক্লিক করলে পরে একটা রঙবিহিন ব্ল্যাঙ্ক স্ক্রীন আসছে এবং সেভাবেই থেকে যাচ্ছে। কম্পিঊটার বন্ধ করারও নিয়ম মাফিক সুযোগ থাকছে না। সি.পি.উ. থেকে জবরদস্তি বন্ধ করতে হচ্ছে। প্রসঙ্গক্রমে বলে রাখি যে আমার পিসিতে দুটি হার্ড ডিস্ক আছে - একটিতে উইন্ডোজ ৭ আছে, আরেকটিতে লিনাক্স উবুন্তু আছে। কি করলে উবুন্তু ১২.১০ চালু হবে? এটি কি রিকভারি করা সম্ভব, না কি নতুন করে আবার ইনস্টল করতে হবে?
Ubuntu Forums Code of Conduct