Results 1 to 3 of 3

Thread: উবুন্টু আগামী সংস্করন টেস্ট এবং বাগ রিপোর

Threaded View

  1. #1
    Join Date
    Aug 2010
    Location
    Dhaka,Banladesh
    Beans
    141
    Distro
    Kubuntu 12.10 Quantal Quetzal

    উবুন্টু আগামী সংস্করন টেস্ট এবং বাগ রিপোর

    উবুন্টু গ্লোবাল জ্যাম একটি কমিউনিটিকে ছুটির দিনে একত্রিকরনের একটি প্রচেষ্টা। এটি সমগ্র বিশ্বে একই সাথে পালন করা হয়। যা এবার ২রা মার্চ থেকে ৪ঠা মার্চ পর্যন্ত সমগ্র পৃথিবীতে একযোগে পালন করা হবে উদ্দেশ্য উবুন্টু কে আরও সমৃদ্ধ করা। এই লক্ষে আমরা ২ দিন অর্থাৎ ২ এবং ৩ মার্চ দুইটি পৃথক আয়োজন করার চিন্তা করেছি। যেখানে প্রথম দিন উবুন্টু আগামী সংস্করন ১২.০৪ টেস্ট করা হবে এবং কোন বাগ পাওয়া গেলে তা রিপোর্ট করা হবে।

    স্থান: টিএসএটি (যেখানে ওয়াইফাই পাওয়া যাবে)
    তারিখ: ০২-০৩-২০১২
    সময়: দুপুর ৩:০০ - সন্ধ্যা ৬ টা

    কি কি আনতে হবে
    ল্যাপটপ
    পেন ড্রাইভ
    পারলে ইউএসবি মডেম (ইন্টারনেট কানেকশন না পাওয়া গেলে আমরা ব্যবহার করতে পারবো)


    আশা করি সকলের সহযোগীতা পাবো।

    বিঃদ্রঃ নিজেদের খরচ নিজেদেরই বহন করতে হবে। এই ধরনের আয়োজন আমি প্রথমবার করছি, তাই আমি নিজেই জানি না কি করতে হবে। আপনারা ল্যাপটপ না থাকলে সমস্যা নাই। তাও চলে আইসেন। সবার সাথে দেখা হবে, কথা হবে। আপনারাই পোগ্রামের প্রাণ।

    আপনি আগ্রহী হলে http://tinyurl.com/ubbdglobaljam1 এই লিংকে আপনার তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন
    Last edited by ashickur.noor; February 28th, 2012 at 04:23 AM.
    Love Open Source. Ubuntu Rocks.
    Computing in Native Language for Life time.
    FOSS Bangladesh.
    2048R/89C932E1

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •