ফোরাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন? লেখা ছোট বড় করতে পারছেননা? ছবি যুক্ত করতে পারছেননা? সিগনেচার দিতে পারছেননা? কিংবা নিয়মকানুন বুঝতে পারছেননা? অথবা অন্য কোন ঝামেলায় পড়েছেন? ফোরাম সম্পর্কিত আপনার যেকোন সমস্যা কিংবা জিজ্ঞাসা তুলে ধরুন এখানে।
✘ Don't be fooled with my joining date ... I am still a novice! ✘ Please don't PM any support questions. Post a thread instead, so that everyone can be benefited!
ফোরাম ব্যবহার করার আগে নীচের পোস্টগুলো দয়া করে পড়ে নিন। ১। ফোরামে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান পাবার উপায়। ২। উবুন্টু ফোরামে প্রায়ই জিজ্ঞেস করা কিছু প্রশ্ন।
আমি রাসেল ভাই, অভ্রনীল ভাই সহ বেশ কয়েকজনের পোস্ট সংখ্যা দেখতে পারছি না, দেখাচ্ছে "Beans are hidden!" কেন?
ডেভেলপারদের বলে বাংলা ফন্ট SolaimanLipi করে দেওয়া যায় না? প্রতিবার ফন্টের সাইজ বড় করে পোস্ট করা বিরক্তিকর ব্যাপার।
Originally Posted by rezbd ডেভেলপারদের বলে বাংলা ফন্ট solaimanlipi করে দেওয়া যায় না? প্রতিবার ফন্টের সাইজ বড় করে পোস্ট করা বিরক্তিকর ব্যাপার। ফন্টটা সাইট ওয়াইড। গোটা ফোরামের css স্টাইলশিট একটাই, ইংরেজি, আরবি, হিন্দী, বাংলা সকল ভাষার জন্য। সাবফোরামের জন্য আলাদা স্টাইলশিট দেয়া বোধহয় সম্ভব নয়।
Originally Posted by aniruddha.adhikary আমি রাসেল ভাই, অভ্রনীল ভাই সহ বেশ কয়েকজনের পোস্ট সংখ্যা দেখতে পারছি না, দেখাচ্ছে "Beans are hidden!" কেন? আমারটা আমি লুকিয়ে রেখেছি। উবুন্টু ফোরামে পোস্ট সংখ্যা লুকিয়ে রাখা যায়। লুকিয়ে রাখতে চাইলে এখান থেকে Post Count Display তে গিয়ে Hide সিলেক্ট করলেই পোস্ট সংখ্যা আর দেখাবেনা। তবে যেকোন ব্যবহারকারীর প্রোফাইলে গিয়ে তার পোস্ট সংখ্যা দেখে নেয়া যায়। Originally Posted by rezbd ডেভেলপারদের বলে বাংলা ফন্ট SolaimanLipi করে দেওয়া যায় না? প্রতিবার ফন্টের সাইজ বড় করে পোস্ট করা বিরক্তিকর ব্যাপার। আপনার পরামর্শমত ফোরাম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য একটা পোস্ট দিলাম, দেখা যাক কর্তৃপক্ষ কী বলেন।
ভাই আমি উবুন্টুতে নতুন.. আমাকে কেউ সাহায্য করুন...
ভাই আমি উবুন্টু ১২.১০ ব্যাবহার করতেসিলাম কিন্তু এখন একটা মহা সমস্যায় পইরাগেসি। আমার উবুন্টু system setting corrupted মনে হয়। এবং এটা শো করে Details: Failed to execute child process "gnome-control-center" (No such file or directory)
ভাই আমি Linux (Ubuntu) তে New User । আমি আমার PC তে Teletalk 3G Modem install করেত পারছি না । কেউ যদি একটু Help করতেন বা কোন tutorial দিতেন, তাহলে অনেক ভাল হয় । আমি Ubuntu 12.04 insatll করেছি । Please help me
amaka aktu help kora jay..ame ubuntu 13.04 and xp 3 aksathe chalai.kintu ubuntu te broadband kevaba add korbo ??kau janle help koren.
Ubuntu Forums Code of Conduct