PDA

View Full Version : lt4120 wwan card সাপোর্ট করছে না



abrar100
November 25th, 2021, 01:05 PM
আমি নতুন লিনাক্স মিন্ট ইন্সটল করেছি। এখন আমার সমস্য হচ্ছে আমার HP lt4120 Snapdragon X5 LTE (wwan card) টি boardband হিসেবে শো করছে না । বরং wired connection হিসেবে শো করছে। এবং নেট চলছে না। তাই দয়া করে কেউ সাহায্য করুন!