mominul
June 15th, 2016, 01:26 PM
লিনাক্স ব্যবহারকারীরা প্রায়ই অভিযোগ করেন যে উইন্ডোজে বাংলা লেখার জন্য অভ্র কিবোর্ড থাকলেও লিনাক্সে তেমনটি নেই। বিষয়টি আমার কাছেও খারাপ লাগতো, কেননা আমি একজন উইন্ডোজ ব্যবহারকারী ছিলাম। ওমিক্রনল্যাব তাদের ibus-avro বের করলে অনেক লিনাক্স ব্যবহারকারীরা খুশি হয়েছিলেন। কিন্তু অনেকেই অভিযোগ করেন যে এটি কেবল অভ্র ফোনেটিক সাপোর্ট করে, অভ্র কিবোর্ডের মতো ফিচারফুল নয়। আমি অভ্র কিবোর্ডে ফিক্সড কিবোর্ড ব্যবহারে সাচ্ছন্দবোধ করি। তাই কোনো কিছু টাইপ করতে হলে আমাকে উইন্ডোজ ব্যবহার করতে হতো।
তাই ভাবলাম যে নিজেই কিছু একটা তৈরী করবো - লিনাক্সের জন্য - বাংলা ভাষাভাষীর জন্য। ওপেনবাংলা কিবোর্ড (http://openbangla.github.io/OpenBangla-Keyboard/) আমার সেই প্রচেষ্টা। অভ্র কিবোর্ডের অনেকগুলো বৈশিষ্ট্য আমি ওপেনবাংলা কিবোর্ডে যোগ করেছি, উল্লেখযোগ্য -
অভ্র ফোনেটিক
ফিক্সড কিবোর্ড লেআউট
অভ্র কিবোর্ডের লেআউট ফাইল সাপোর্ট করে
অভ্র কিবোর্ডের মতো টপবার
অভ্র কিবোর্ডের মতো ফিক্সড কিবোর্ড লেআউটে লিখবার জন্য টুলস
......ইত্যাদি
আমি এর বেটা সংস্করণ প্রকাশ করেছি। আপনারা ব্যবহার করলে, আপনাদের উপকারে আসলে, আপনারা ফিডব্যাক দিলে আমি খুবই খুশি হব।
https://github.com/OpenBangla/OpenBangla-Keyboard
(https://github.com/OpenBangla/OpenBangla-Keyboard)https://github.com/OpenBangla/OpenBangla-Keyboard/releases
https://github.com/OpenBangla/OpenBangla-Keyboard/wiki
ভালো লাগলে গিটহাবে স্টার দিতে কিন্তু ভুলবেন না!:D
মোমিনুল
https://cloud.githubusercontent.com/assets/9459891/15998078/ead3cae2-315c-11e6-8595-df1efbe478d2.png
তাই ভাবলাম যে নিজেই কিছু একটা তৈরী করবো - লিনাক্সের জন্য - বাংলা ভাষাভাষীর জন্য। ওপেনবাংলা কিবোর্ড (http://openbangla.github.io/OpenBangla-Keyboard/) আমার সেই প্রচেষ্টা। অভ্র কিবোর্ডের অনেকগুলো বৈশিষ্ট্য আমি ওপেনবাংলা কিবোর্ডে যোগ করেছি, উল্লেখযোগ্য -
অভ্র ফোনেটিক
ফিক্সড কিবোর্ড লেআউট
অভ্র কিবোর্ডের লেআউট ফাইল সাপোর্ট করে
অভ্র কিবোর্ডের মতো টপবার
অভ্র কিবোর্ডের মতো ফিক্সড কিবোর্ড লেআউটে লিখবার জন্য টুলস
......ইত্যাদি
আমি এর বেটা সংস্করণ প্রকাশ করেছি। আপনারা ব্যবহার করলে, আপনাদের উপকারে আসলে, আপনারা ফিডব্যাক দিলে আমি খুবই খুশি হব।
https://github.com/OpenBangla/OpenBangla-Keyboard
(https://github.com/OpenBangla/OpenBangla-Keyboard)https://github.com/OpenBangla/OpenBangla-Keyboard/releases
https://github.com/OpenBangla/OpenBangla-Keyboard/wiki
ভালো লাগলে গিটহাবে স্টার দিতে কিন্তু ভুলবেন না!:D
মোমিনুল
https://cloud.githubusercontent.com/assets/9459891/15998078/ead3cae2-315c-11e6-8595-df1efbe478d2.png