Mahmud_Al_Mehedi
April 25th, 2016, 03:00 PM
আজই উবুন্টু ইন্সটল করতে সক্ষম হলাম। কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। উবুন্টু সফটওয়ার সেন্টার থেকে কয়েকটা সফটওয়ার ইন্সটল করার পর আর নতুন কোন সফটওয়ার ইন্সটল করতে পারছি না। ইন্সটল এ ক্লিক করলে ঐ রকমই থাকে। পাসওয়ার্ড চায় না। ক্রোমের .dev ফাইল ডাউনলোড করেছি। ইন্সটল করতে গেলে ইন্সটল হয় না।। কেউ প্লিজ সাহায্য করবেন?