PDA

View Full Version : সাধারণ c কোড ব্লক্স এ কম্পাইল হচ্ছে না



md.eftakharul
October 7th, 2015, 04:01 AM
আমার পিসি তে উবুন্টু ১৪।০৪ ইন্সটল করা। আমি কোড ব্লক্স ১৩।১২ ইন্সটল করেছি। আমি প্রোগ্রামিং এ আমি একদম ই নতুন । উবুন্টু তেও অনভিজ্ঞ । codeblocks এ কোন কোড লিখে বিল্ড এন্ড রান দিলে xTerm এ আসে sh: 1: /home/iftekhar/Desktop/c/abc: permission denied (abc আমার কোড এর নাম) ।
আগেও আমি উবুন্টু ব্যবহার করেছি এবং লিনাক্স মিন্ট ও ব্যবহার করেছি এইরূপ সমস্যা আগে কখনো হয় নি । অভিজ্ঞদের সাহায্য চাচ্ছি।

Ashfaqur Rahman
October 8th, 2015, 09:35 AM
আপনি আপনার সোর্স ফাইলের শেষে ফাইল এক্সটেনশন দেননি সেজন্য এই ইরর দেখাচ্ছে। আপনি যে ফাইলে সি প্রোগ্রাম লিখেছেন সেটি abc নামে সেভ না করে abc.c নামে সেভ করুন। তারপর কম্পাইল করে রান করুন। .c হচ্ছে C সোর্স ফাইলের ফাইল এক্সটেনশন। যেমন MP3, MP4 ফাইলের ফাইল এক্সটেনশন হচ্ছে .mp3, .mp4।

Saiful_Islam_Sajib
October 16th, 2015, 05:39 PM
Vaia ami to .c extension diye file ta save koreci. kintu tobo code run hocce na.

Saiful_Islam_Sajib
October 18th, 2015, 02:38 PM
Ubuntu software centre theke g++ compiler ta install koren. Taholei hobe

Ashfaqur Rahman
October 18th, 2015, 05:39 PM
Ubuntu software centre theke g++ compiler ta install koren. Taholei hobe
g++ এর সাথে তো এর সম্পর্ক থাকার কথা না। আপনি কি কোডটা C ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন না? g++ হচ্ছে C++ ল্যাঙ্গুয়েজের কোড কম্পাইল করার জন্য।