View Full Version : উবুন্টু ১২.১০ এ টেলিটক ত্রিজি কানেকশন সমসú
Ashfaqur Rahman
April 5th, 2013, 05:26 PM
উবুন্টুতে টেলিটক মডেম কাজ করছে না। মডেম ইনসার্ট করার পর টেলিটক ত্রিজি সফটওয়্যার ওপেন হয়। কিন্তু ওপেন হয়ার পর এটা বামদিকে নিচে Status: Initializing.... দেখায় কিন্তু Initialize হয় না আর। এর আগে ২ বার কানেক্ট হয়েছিল। কিন্তু এখন আর একদমই কানেক্ট হচ্ছে না! কিভাবে এই সমস্যা সমাধান করা যাব?
কিছুক্ষন আগে কানেকশন দিতে চেষ্টা করার সময় এই ইরর গুলা দেখায় -
MSISDN: Not Found
IMSI: Not Found
IMEI: Not Found
matt_symes
April 6th, 2013, 12:15 AM
Google translate:
Ubuntu Teletalk modem is not working. Open the software, insert the modem Teletalk triji. But it left open after the red Status: Initializing .... But looks are not Initialize. It was in Connect. But it is not simply Connect! How can I solve this problem?
A while ago while trying to give connection to dissolve the irara shows -
MSISDN: Not Found
IMSI: Not Found
IMEI: Not Found
Ashfaqur Rahman
April 6th, 2013, 12:23 PM
মোটামুটি একটা সমাধান পাওয়া গেছে এটা এখন পর্যন্ত কাজ করছে।
সাধারণত আমরা যা করি সেটা হল প্রথমে আমরা ইউএসবি পোর্টে মডেম ইনসার্ট করি তারপর ড্রাইভার সফটওয়্যার অটমেটিক ওপেন হয় সেখানে থেকে মডেম কানেক্ট করার ট্যাব আসে সেটাতে ক্লিক করে মডেম কানেক্ট করি। উইন্ডোস এর ক্ষেত্রে টেলিটক মডেম এভাবে কাজ করলেও উবুন্টুর ক্ষেত্রে কাজ করছে না অন্তত আমার পিসিতে। আমার পিসিতে এভাবে কানেক্ট করলে উপরের সমস্যাটা দেখা যায়।
কিন্তু এভাবে কানেক্ট না করে আগে ড্রাইভার সফটওয়্যার ওপেন করে কিছুক্ষণ অপেক্ষা করে টেলিটক মডেম ইনসার্ট করলে মডেম পায় এবং কানেক্ট করার ট্যাব আসে।
English Translation:
Found A Solution To This Problem.
Traditionally What We Do Is First Insert The Modem And Then The Driver Software For That Modem Automatically Opens.But Teletalk_3G Modem Isn't Working In This Method At Least For Me.Its Giving Errors I Mensioned Before.
But I Have Noticed That If I Open Driver Software ( By Terminal or Dash ) And Wait For Sometime And Then Insert Teletalk Modem It Works!!!!
Md Zobayer
June 25th, 2013, 06:10 PM
ভাই আমি Linux (Ubuntu) তে New User । আমি আমার PC তে Teletalk 3G Modem install করেত পারছি না । কেউ যদি একটু Help করতেন বা কোন tutorial দিতেন, তাহলে অনেক ভাল হয় । আমি Ubuntu 12.04 insatll করেছি । Please help me
আমার Email address : zobayer94@gmail.com
Powered by vBulletin® Version 4.2.2 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.