View Full Version : উবুন্টু ও ল্যাপটপ
tranjeeshan
March 31st, 2012, 06:38 AM
উবুন্টু ল্যাপটপ এ বেশিক্ষণ ব্যবহার করলে নাকি ফ্যান জোরে ঘোরে আর ল্যাপটপ বন্ধ হয়ে যায়? আমি এসব কিছু সম্পর্কে নিশ্চিত হয়েই ব্যবহার করতে চাচ্ছি.
ধন্যবাদ.
maqtanim
May 15th, 2012, 07:04 PM
আমি ডেল ইন্সপিরন ব্যবহার করছি প্রায় পাঁচ বছর এবং এতে উবুন্টু ব্যবহার করছি প্রায় বছর চারেক। আমি কখনো এইরকম কোন কিছুর সম্মুখীন হইনি! :)
ashickur.noor
May 16th, 2012, 03:57 AM
উবুন্টু ল্যাপটপ এ বেশিক্ষণ ব্যবহার করলে নাকি ফ্যান জোরে ঘোরে আর ল্যাপটপ বন্ধ হয়ে যায়? আমি এসব কিছু সম্পর্কে নিশ্চিত হয়েই ব্যবহার করতে চাচ্ছি.
ধন্যবাদ.
বলেন কী?;)
আমি তো বিগত ২ বছর ধরে চালাই। কার্নেল প্যানিক না করলে ল্যাপী বন্ধ হয় না। কার্নেল প্যানিক করে যখন কিছু উল্টাপাল্টা কাজ করি। :d
mjonyh
June 21st, 2012, 09:08 AM
আমি তো প্রায় ৫ বছর ধরে লিনাক্স ব্যবহার করছি। কখনো এমন সমস্যা হয় নাই। তবে নতুন যারা ব্যবহার করতে চায়, তাদের মধ্যে এইরকম অনেক ভয় কাজ করে। ব্যাপারটা আমি ঠিক বুঝি না।
Powered by vBulletin® Version 4.2.2 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.