PDA

View Full Version : [SOLVED] উবুন্তু ১২.০৪ - নেটওয়ার্কিং সমস্যা



AnupamMitra
May 8th, 2012, 11:40 AM
আমি গত দুদিন আগে উবুন্তু ১২.০৪ ইনস্টল করেছি ডাবল্* বুটিং সিস্টেম হিসাবে অর্থাৎ উইন্ডোজ ৭ এবং উবুন্তু ১২.০৪। আমার wired broadband কানেকসন্* । যদিও আমি ইন্টারনেট ইনফরমেসন -এ দেখতে পাচ্ছি যে ইন্টারনেট সংযোগ হয়েছে কিন্তু তাতে ব্রাঊসার খোলা যাচ্ছেনা। কিংবা সফটওয়্যার সেন্টার থেকে কোনও সফটওয়্যার ডাউনলোডও করা যাচ্ছেনা। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে উইন্ডোজ ৭ -এ কিন্তু ইন্টারনেট খুলতে কোন অসুবিধা হচ্ছেনা।

খুবই মুশকিলে পড়েছি। কেউকি আমাকে সাহায্য করতে পারেন ?

maqtanim
May 14th, 2012, 06:47 PM
সাহায্য করার আগে কয়েকটি প্রশ্নের জবাব জানা দরকার।


আপনি কিভাবে উবুন্টু ইন্সটল করেছেন - উবি দিয়ে নাকি আলাদা পার্টিশান করে?
আপনি উইন্ডোজে কিভাবে ইন্টারনেটে কানেক্ট হন? ইন্টারনেটে কানেক্ট হতে হলে কোন ইউজারনেম/পাসওয়ার্ড দিচ্ছেন কি?
এই কমান্ডটি টার্মিনালে (Terminal) লিখে রান করে আউটপুটটা দয়া করে এখানে পেস্ট করুন:
ifconfig

AnupamMitra
May 15th, 2012, 05:24 PM
সাহায্য করার আগে কয়েকটি প্রশ্নের জবাব জানা দরকার।


আপনি কিভাবে উবুন্টু ইন্সটল করেছেন - উবি দিয়ে নাকি আলাদা পার্টিশান করে?
আপনি উইন্ডোজে কিভাবে ইন্টারনেটে কানেক্ট হন? ইন্টারনেটে কানেক্ট হতে হলে কোন ইউজারনেম/পাসওয়ার্ড দিচ্ছেন কি?
এই কমান্ডটি টার্মিনালে (Terminal) লিখে রান করে আউটপুটটা দয়া করে এখানে পেস্ট করুন:
ifconfig


আপনার প্রশ্নের উত্তরে জানাই যে -


আমি উবুন্টু ইনস্টল করেছি উবি দিয়ে।
আমি উইন্ডোজে wired broadband ADSL Modem -এর মাধ্যমে ইন্টারনেটে সংযোগ স্থাপন করি। হ্যাঁ, ইন্টারনেটে সংযোগ পেতে হলে আমাকে ইউজারনেম ও পাসওয়ার্ড দিতে হয়।
আপনার পরামর্শ মতো code ifconfig -এর result নিচে দিলাম।


anupam@ubuntu:~$ ifconfig
eth0 Link encap:Ethernet HWaddr 00:19:d1:e2:3a:a2
inet6 addr: fe80::219:d1ff:fee2:3aa2/64 Scope:Link
UP BROADCAST RUNNING MULTICAST MTU:1500 Metric:1
RX packets:0 errors:0 dropped:0 overruns:0 frame:0
TX packets:66 errors:0 dropped:0 overruns:0 carrier:0
collisions:0 txqueuelen:1000
RX bytes:0 (0.0 B) TX bytes:14858 (14.8 KB)
Interrupt:20 Memory:70300000-70320000

lo Link encap:Local Loopback
inet addr:127.0.0.1 Mask:255.0.0.0
inet6 addr: ::1/128 Scope:Host
UP LOOPBACK RUNNING MTU:16436 Metric:1
RX packets:16 errors:0 dropped:0 overruns:0 frame:0
TX packets:16 errors:0 dropped:0 overruns:0 carrier:0
collisions:0 txqueuelen:0
RX bytes:1312 (1.3 KB) TX bytes:1312 (1.3 KB)

anupam@ubuntu:~$


আপনার উত্তরের/পরামর্শের অপেক্ষায় রইলাম। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।

maqtanim
May 15th, 2012, 06:33 PM
আসলে আমি ব্যক্তিগতভাবে উবি দিয়ে উবুন্টু ইন্সটল করাটা পছন্দ করিনা (http://adnan.quaium.com/blog/251)। যেহেতু এটা উবুন্টু চালাবার জন্য সঠিক উপায় নয়, সেহেতু অনেক ঝামেলা হয় এতে। উবির মূল উদ্দেশ্য উবুন্টু ব্যবহারের স্বাদ নেয়া, পরিপূর্ণভাবে ব্যবহার নয়। অনেক অদ্ভুত অদ্ভুত সমস্যা দেখা দেয় এই উবি ব্যবহারের ফলে। যাই হোক কাজের কথায় ফিরে আসি। DSL সং্যোগ একটু অন্যভাবে উবুন্টুতে ব্যবহার করতে হয়। নিচের ধাপগুলো দয়া করে অনুসরণ করুন, আশা করি কাজ হয়ে যাবে।


টারমিনাল খুলে তাতে লিখুন
sudo pppoeconf
আপনার কম্পিউটারে লগিন করার পাসওয়ার্ড দিয়ে দিলে দেখবেন যে অটোমেটিকভাবে সে কয়েকটি ধাপে কাজ করবে। প্রতিটি ধাপেই Yes চাপুন (Enter বাটন চাপলেই হবে)।
এবার দেখবেন আপনার ইউজারনেম দিতে বলবে। এখানে আপনার ইন্টারনেটের ইউজারনেম দিয়ে দিন (যেটা উইন্ডোজে ব্যবহার করেন)। Enter চাপুন।
এবার পাসওয়ার্ড চাইবে, আপনার ইন্টারনেটে সংযোগের পাসওয়ার্ড দিন। Enter চাপুন।
আবারও Yes চেপে যান। এসময় দেখবেন ধাপগুলো শেষ হয়ে গিয়েছে।
এখন আপনার পিসিতে ইন্টারনেট পাওয়া যাবার কথা।
কানেকশনের বর্তমান দশা জানতে টারমিনালে plog লিখুন, সব ইনফো দিয়ে দেবে।

বিঃদ্রঃ এভাবে প্রতিবার কানেক্ট করার সময় বার বার pppoeconf লিখে কানেক্ট করাটা বেশ বিরক্তিকর। এর একটা সহজ সমাধান হচ্ছে কানেক্ট করার সময় টার্মিনালে গিয়ে লিখুন
sudo pon dsl-provider আর সংযোগ বিচ্ছিন্ন করতে লিখুন
sudo poffআবারও বিঃদ্রঃ এভাবে করাটাও বিরক্তিকর লাগতে পারে। সেক্ষেত্রে আপনি আরেক কাজ করতে পারেন। এমনভাবে কনফিগার করতে পারেন যে কম্পিউটার চালু হলে অটোমেটিকভাবেই নেট কানেকশন পেয়ে যাবে। এর জন্য আপনার ইন্টারনেট সংযোগের সার্ভিস নামটা জানা জরুরী। সার্ভিস নাম জানতে নিচের কমান্ডটি টার্মিনালে চালান:

sudo pppoe-discoveryকমান্ডটি রান করলে Service-Name অংশে যা পাবেন সেটাই আপনার দরকার।


এবার টপপ্যানেলে ভলিউম ইন্ডিকেটরের (স্পিকারের মত দেখতে আইকনটা) পাশে যে নেটওয়ার্ক ইন্ডিকেটর আছে তাতে ক্লিক করুন এবং Edit Connections এ যান।
যে উইন্ডো ওপেন হবে তাতে DSL লেখা ট্যাবে ক্লিক করুন।
Add বাটনে ক্লিক করুন।
নিচের উইন্ডোর মত একটা উইন্ডো পাবেন।


http://ubuntuforums.org/attachment.php?attachmentid=218005&stc=1&d=1337103123




এর Connection Name অংশে যেকোন একটি নাম লিখুন (আপনার আইএসপির নামও লিখতে পারেন।)।
Username অংশে আপনার ইন্টারনেট সংযোগের ইউজারনেমটি লিখুন।
Service অংশে একটু আগে পাওয়া সার্ভিস নামটি লিখুন।
Password অংশে আপনার ইন্টারনেট সংযোগের পাসওয়ার্ডটি লিখুন।
এবার Save বাটনে ক্লিক করুন।

সবকিছু ঠিকঠাক হলে এখন থেকে আর আপানাকে ইন্টারনেট ব্যবহারের সময় ইউজারনেম পাসওয়ার্ড দেয়া লাগবেনা। অটোমেটিক কানেক্ট হয়ে যাবে।

AnupamMitra
May 16th, 2012, 08:16 PM
আসলে আমি ব্যক্তিগতভাবে উবি দিয়ে উবুন্টু ইন্সটল করাটা পছন্দ করিনা (http://adnan.quaium.com/blog/251)। যেহেতু এটা উবুন্টু চালাবার জন্য সঠিক উপায় নয়, সেহেতু অনেক ঝামেলা হয় এতে। উবির মূল উদ্দেশ্য উবুন্টু ব্যবহারের স্বাদ নেয়া, পরিপূর্ণভাবে ব্যবহার নয়। অনেক অদ্ভুত অদ্ভুত সমস্যা দেখা দেয় এই উবি ব্যবহারের ফলে। যাই হোক কাজের কথায় ফিরে আসি। dsl সং্যোগ একটু অন্যভাবে উবুন্টুতে ব্যবহার করতে হয়। নিচের ধাপগুলো দয়া করে অনুসরণ করুন, আশা করি কাজ হয়ে যাবে।


টারমিনাল খুলে তাতে লিখুন
sudo pppoeconf
আপনার কম্পিউটারে লগিন করার পাসওয়ার্ড দিয়ে দিলে দেখবেন যে অটোমেটিকভাবে সে কয়েকটি ধাপে কাজ করবে। প্রতিটি ধাপেই yes চাপুন (enter বাটন চাপলেই হবে)।
এবার দেখবেন আপনার ইউজারনেম দিতে বলবে। এখানে আপনার ইন্টারনেটের ইউজারনেম দিয়ে দিন (যেটা উইন্ডোজে ব্যবহার করেন)। enter চাপুন।
এবার পাসওয়ার্ড চাইবে, আপনার ইন্টারনেটে সংযোগের পাসওয়ার্ড দিন। enter চাপুন।
আবারও yes চেপে যান। এসময় দেখবেন ধাপগুলো শেষ হয়ে গিয়েছে।
এখন আপনার পিসিতে ইন্টারনেট পাওয়া যাবার কথা।
কানেকশনের বর্তমান দশা জানতে টারমিনালে plog লিখুন, সব ইনফো দিয়ে দেবে।

বিঃদ্রঃ এভাবে প্রতিবার কানেক্ট করার সময় বার বার pppoeconf লিখে কানেক্ট করাটা বেশ বিরক্তিকর। এর একটা সহজ সমাধান হচ্ছে কানেক্ট করার সময় টার্মিনালে গিয়ে লিখুন
sudo pon dsl-provider আর সংযোগ বিচ্ছিন্ন করতে লিখুন
sudo poffআবারও বিঃদ্রঃ এভাবে করাটাও বিরক্তিকর লাগতে পারে। সেক্ষেত্রে আপনি আরেক কাজ করতে পারেন। এমনভাবে কনফিগার করতে পারেন যে কম্পিউটার চালু হলে অটোমেটিকভাবেই নেট কানেকশন পেয়ে যাবে। এর জন্য আপনার ইন্টারনেট সংযোগের সার্ভিস নামটা জানা জরুরী। সার্ভিস নাম জানতে নিচের কমান্ডটি টার্মিনালে চালান:

sudo pppoe-discoveryকমান্ডটি রান করলে service-name অংশে যা পাবেন সেটাই আপনার দরকার।


এবার টপপ্যানেলে ভলিউম ইন্ডিকেটরের (স্পিকারের মত দেখতে আইকনটা) পাশে যে নেটওয়ার্ক ইন্ডিকেটর আছে তাতে ক্লিক করুন এবং edit connections এ যান।
যে উইন্ডো ওপেন হবে তাতে dsl লেখা ট্যাবে ক্লিক করুন।
add বাটনে ক্লিক করুন।
নিচের উইন্ডোর মত একটা উইন্ডো পাবেন।


http://ubuntuforums.org/attachment.php?attachmentid=218005&stc=1&d=1337103123




এর connection name অংশে যেকোন একটি নাম লিখুন (আপনার আইএসপির নামও লিখতে পারেন।)।
username অংশে আপনার ইন্টারনেট সংযোগের ইউজারনেমটি লিখুন।
service অংশে একটু আগে পাওয়া সার্ভিস নামটি লিখুন।
password অংশে আপনার ইন্টারনেট সংযোগের পাসওয়ার্ডটি লিখুন।
এবার save বাটনে ক্লিক করুন।

সবকিছু ঠিকঠাক হলে এখন থেকে আর আপানাকে ইন্টারনেট ব্যবহারের সময় ইউজারনেম পাসওয়ার্ড দেয়া লাগবেনা। অটোমেটিক কানেক্ট হয়ে যাবে।



আপনার পরামর্শ মতো যেমনটি বলেছেন সেইভাবে করেছি এবং অবশেষে ইন্টারনেট সংযোগ হয়েছে। আপনার সহযোগিতার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।

আপনার ব্লগ আমি পড়েছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি উবির বদলে আলাদা পার্টিশন করে উবুন্টু ইনস্টল করবো। তাতে যদি কোথাও আটকে যাই, আমি নিশ্চিত আপনার সহযোগিতা পাবো।

samiribnad
August 21st, 2012, 11:30 PM
hI i am new UBUNTU user. I use both windows 7 and UBUNTU. I have big problen to connect internet in UBUNTU .In windows7 i can use mobile wireless and home wireless smoothly.But in UBUNTU i can use only mobile wireless.But i want use home wireless. below i give my if config

samir@ubuntu:~$ ifconfig
eth0 Link encap:Ethernet HWaddr b8:70:f4:87:3a:a5
UP BROADCAST MULTICAST MTU:1500 Metric:1
RX packets:0 errors:0 dropped:0 overruns:0 frame:0
TX packets:0 errors:0 dropped:0 overruns:0 carrier:0
collisions:0 txqueuelen:1000
RX bytes:0 (0.0 TX bytes:0 (0.0
Interrupt:16

lo Link encap:Local Loopback
inet addr:127.0.0.1 Mask:255.0.0.0
inet6 addr: ::1/128 Scope:Host
UP LOOPBACK RUNNING MTU:16436 Metric:1
RX packets:344 errors:0 dropped:0 overruns:0 frame:0
TX packets:344 errors:0 dropped:0 overruns:0 carrier:0
collisions:0 txqueuelen:0
RX bytes:26080 (26.0 KB) TX bytes:26080 (26.0 KB)

wlan0 Link encap:Ethernet HWaddr 68:a3:c4:d5:9a:7e
inet addr:192.168.43.33 Bcast:192.168.43.255 Mask:255.255.255.0
inet6 addr: fe80::6aa3:c4ff:fed5:9a7e/64 Scope:Link
UP BROADCAST RUNNING MULTICAST MTU:1500 Metric:1
RX packets:10375 errors:0 dropped:0 overruns:0 frame:0
TX packets:9389 errors:0 dropped:0 overruns:0 carrier:0
collisions:0 txqueuelen:1000
RX bytes:8506411 (8.5 MB) TX bytes:3291428 (3.2 MB)

samir@ubuntu:~$

AriKhan
May 13th, 2013, 11:34 AM
আসলে আমি ব্যক্তিগতভাবে উবি দিয়ে উবুন্টু ইন্সটল করাটা পছন্দ করিনা (http://adnan.quaium.com/blog/251)। যেহেতু এটা উবুন্টু চালাবার জন্য সঠিক উপায় নয়, সেহেতু অনেক ঝামেলা হয় এতে। উবির মূল উদ্দেশ্য উবুন্টু ব্যবহারের স্বাদ নেয়া, পরিপূর্ণভাবে ব্যবহার নয়। অনেক অদ্ভুত অদ্ভুত সমস্যা দেখা দেয় এই উবি ব্যবহারের ফলে। যাই হোক কাজের কথায় ফিরে আসি। DSL সং্যোগ একটু অন্যভাবে উবুন্টুতে ব্যবহার করতে হয়। নিচের ধাপগুলো দয়া করে অনুসরণ করুন, আশা করি কাজ হয়ে যাবে।


টারমিনাল খুলে তাতে লিখুন
sudo pppoeconf
আপনার কম্পিউটারে লগিন করার পাসওয়ার্ড দিয়ে দিলে দেখবেন যে অটোমেটিকভাবে সে কয়েকটি ধাপে কাজ করবে। প্রতিটি ধাপেই Yes চাপুন (Enter বাটন চাপলেই হবে)।
এবার দেখবেন আপনার ইউজারনেম দিতে বলবে। এখানে আপনার ইন্টারনেটের ইউজারনেম দিয়ে দিন (যেটা উইন্ডোজে ব্যবহার করেন)। Enter চাপুন।
এবার পাসওয়ার্ড চাইবে, আপনার ইন্টারনেটে সংযোগের পাসওয়ার্ড দিন। Enter চাপুন।
আবারও Yes চেপে যান। এসময় দেখবেন ধাপগুলো শেষ হয়ে গিয়েছে।
এখন আপনার পিসিতে ইন্টারনেট পাওয়া যাবার কথা।
কানেকশনের বর্তমান দশা জানতে টারমিনালে plog লিখুন, সব ইনফো দিয়ে দেবে।

বিঃদ্রঃ এভাবে প্রতিবার কানেক্ট করার সময় বার বার pppoeconf লিখে কানেক্ট করাটা বেশ বিরক্তিকর। এর একটা সহজ সমাধান হচ্ছে কানেক্ট করার সময় টার্মিনালে গিয়ে লিখুন
sudo pon dsl-provider আর সংযোগ বিচ্ছিন্ন করতে লিখুন
sudo poffআবারও বিঃদ্রঃ এভাবে করাটাও বিরক্তিকর লাগতে পারে। সেক্ষেত্রে আপনি আরেক কাজ করতে পারেন। এমনভাবে কনফিগার করতে পারেন যে কম্পিউটার চালু হলে অটোমেটিকভাবেই নেট কানেকশন পেয়ে যাবে। এর জন্য আপনার ইন্টারনেট সংযোগের সার্ভিস নামটা জানা জরুরী। সার্ভিস নাম জানতে নিচের কমান্ডটি টার্মিনালে চালান:

sudo pppoe-discoveryকমান্ডটি রান করলে Service-Name অংশে যা পাবেন সেটাই আপনার দরকার।


এবার টপপ্যানেলে ভলিউম ইন্ডিকেটরের (স্পিকারের মত দেখতে আইকনটা) পাশে যে নেটওয়ার্ক ইন্ডিকেটর আছে তাতে ক্লিক করুন এবং Edit Connections এ যান।
যে উইন্ডো ওপেন হবে তাতে DSL লেখা ট্যাবে ক্লিক করুন।
Add বাটনে ক্লিক করুন।
নিচের উইন্ডোর মত একটা উইন্ডো পাবেন।


http://ubuntuforums.org/attachment.php?attachmentid=218005&stc=1&d=1337103123




এর Connection Name অংশে যেকোন একটি নাম লিখুন (আপনার আইএসপির নামও লিখতে পারেন।)।
Username অংশে আপনার ইন্টারনেট সংযোগের ইউজারনেমটি লিখুন।
Service অংশে একটু আগে পাওয়া সার্ভিস নামটি লিখুন।
Password অংশে আপনার ইন্টারনেট সংযোগের পাসওয়ার্ডটি লিখুন।
এবার Save বাটনে ক্লিক করুন।

সবকিছু ঠিকঠাক হলে এখন থেকে আর আপানাকে ইন্টারনেট ব্যবহারের সময় ইউজারনেম পাসওয়ার্ড দেয়া লাগবেনা। অটোমেটিক কানেক্ট হয়ে যাবে।















এই নিয়মে আমি প্রথমবার কানেক্ট করতে পেরেছিলাম। তারপর পিসি অফ করে বাইরে থেকে এসে পিসি অন করে আর কানেক্ত করতে পারছি না।


sudo pppoe-discoveryকমান্ডটি রান করলে Service-Name অংশে যা পাবেন সেটাই আপনার দরকার। Service Name টা কোথায় দিতে হবে?

দয়া করে সাহায্য করেন।