ashickur.noor
May 2nd, 2012, 07:47 PM
উবুন্টু'র প্রতিটি সংস্করণ রিলিজ হবার পরপরই বিশ্বের প্রায় প্রতিটি উবুন্টু লোকো (লোকাল কমিউনিটি == স্থানীয় ব্যবহারকারী, ডেভেলপার, অনুবাদকগন) উবুন্টুর এই রিলিজকে কিঞ্চিৎ আনন্দ আয়োজনের মাধ্যমে পালন করে থাকে। যার নাম -- "উবুন্টু রিলিজ পার্টি"। এটি একটি গ্লোবাল ইভেন্ট অর্থাৎ এটি সারা বিশ্বে একযোগে পালন করা হয়ে থাকে। তাই এই নতুন সংস্করণ রিলিজ হবার পর আমরাও বিশ্ববাসী সকলের সাথে এই আনন্দ উৎসবে মেতে উঠার আকাঙ্খা করছি।
ইনশাল্লাহ আগামী ৪ঠা মে ২০১২ ইং রোজ শুক্রবার, আমরা বাংলাদেশের উবুন্টু প্রেমীরাও, "উবুন্টু ১২.০৪" এর রিলিজ পার্টি আয়োজন করবো।
আয়োজনের বিস্তারিত
তারিখ: ৪ঠা মে ২০১২ ইং, শুক্রবার।
স্থান: টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সময়: বিকাল ৪:০০ থেকে সন্ধ্যা ৬:৩০।
নিবন্ধন: http://goo.gl/EvoV6
বাংলাদেশে ওপেন সোর্স এবং জিএনইউ/লিনাক্সের প্রসারের লক্ষ্যে দেশের সকল ওপেন সোর্স এবং লিনাক্সপ্রেমীদেরকে এই আয়োজনে সপরিবারে এবং সবান্ধবে অংশগ্রহন করার জন্য অনুরোধ করছি।
লক্ষ্যনীয়: বিশ্বের প্রায় সকল ওপেন সোর্স প্রজেক্ট আমাদের মতোন মানুষদের সার্বিক সহযোগিতার (শ্রম, অর্থ আর মেধা) মাধ্যমেই তৈরী। GNU/Linux এর সকল ডিস্ট্রো তথা "উবুন্টু"ও এর ব্যতিক্রম নয়। তাই এই আয়োজনের সকল খরচ আপনাকে, আমাকে সকলকে সম্মিলিতভাবেই বহন করতে হবে। আয়োজন নিয়ে আপনাদের যে কোন পরামর্শ এই পোষ্টের উত্তরে আমাদের জানান।
আশিকুর রহমান নূর (http://goo.gl/zcXy4) (আশিকুর_নূর)
সদস্য, উবুন্টু বাংলাদেশ লোকো
আরো যোগাযোগ:
শরীফ আহম্মেদ
মুঠোফোন: +৮৮০১৯২২৮০২৭২৪
ইনশাল্লাহ আগামী ৪ঠা মে ২০১২ ইং রোজ শুক্রবার, আমরা বাংলাদেশের উবুন্টু প্রেমীরাও, "উবুন্টু ১২.০৪" এর রিলিজ পার্টি আয়োজন করবো।
আয়োজনের বিস্তারিত
তারিখ: ৪ঠা মে ২০১২ ইং, শুক্রবার।
স্থান: টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সময়: বিকাল ৪:০০ থেকে সন্ধ্যা ৬:৩০।
নিবন্ধন: http://goo.gl/EvoV6
বাংলাদেশে ওপেন সোর্স এবং জিএনইউ/লিনাক্সের প্রসারের লক্ষ্যে দেশের সকল ওপেন সোর্স এবং লিনাক্সপ্রেমীদেরকে এই আয়োজনে সপরিবারে এবং সবান্ধবে অংশগ্রহন করার জন্য অনুরোধ করছি।
লক্ষ্যনীয়: বিশ্বের প্রায় সকল ওপেন সোর্স প্রজেক্ট আমাদের মতোন মানুষদের সার্বিক সহযোগিতার (শ্রম, অর্থ আর মেধা) মাধ্যমেই তৈরী। GNU/Linux এর সকল ডিস্ট্রো তথা "উবুন্টু"ও এর ব্যতিক্রম নয়। তাই এই আয়োজনের সকল খরচ আপনাকে, আমাকে সকলকে সম্মিলিতভাবেই বহন করতে হবে। আয়োজন নিয়ে আপনাদের যে কোন পরামর্শ এই পোষ্টের উত্তরে আমাদের জানান।
আশিকুর রহমান নূর (http://goo.gl/zcXy4) (আশিকুর_নূর)
সদস্য, উবুন্টু বাংলাদেশ লোকো
আরো যোগাযোগ:
শরীফ আহম্মেদ
মুঠোফোন: +৮৮০১৯২২৮০২৭২৪