PDA

View Full Version : ল্যান (lan) ইনস্টল করবো কিভাবে?



tranjeeshan
March 31st, 2012, 06:38 AM
আমি উবুন্টু ১১.১০ ইনস্টল করতে চাচ্ছি. তার আগে ইন্টারনেট এর ব্যবহার ঠিকমতো করা যাবে কিনা তা জানতে চাচ্ছি. আমি iut তে lan ব্যবহার করি. এটা উবুন্টু তে ব্যবহার করার জন্যে কি এক্সট্রা কিছু করতে হবে?
ধন্যবাদ.

maqtanim
May 15th, 2012, 07:10 PM
এই লিংকটা (http://mybroadband.co.za/vb/showthread.php/329118-Setting-up-a-home-network-lan-wifi-windows-7-and-ubuntu?p=5996210&viewfull=1#post5996210) কাজে আসতে পারে।

ashickur.noor
May 16th, 2012, 03:59 AM
আদনান ভাইয়ের লিংকটি দেখুন। যদি সমস্যা হয় তাহলে বিস্তারিত বর্ননা করুন যে আপনি উইন্ডোজে কিভাবে ইন্টারনেট কানেক্ট করেন। তাহলে আমরা আপনার সাহায্য করতে পারবো।

mjonyh
June 21st, 2012, 09:04 AM
মনে হচ্ছে সমাধান হয়ে গেছে।