PDA

View Full Version : সিটিসেল zte ac682 এর সহজ ইন্সটলেশন সমাধান চাই



shahan
February 29th, 2012, 08:07 AM
আমার বোনের একটা সিটিসেল zte ac682 মডেম আছে। আমি আমার বোনকে লিনাক্সে সুইচ করতে হলে এই মডেমের জন্য একটা প্লাগ এন্ড প্লে জাতীয় কোন সমাধান বের করতে হবে। কিন্তু নেট সার্চ করে যা পেলাম তা এই মডেমটি কানেক্ট করতে অনেক ঝামেলা। কারও কাছে কি কোন গ্রাফিক্যাল এবং সহজ সমাধান আছে?

***আমার আপার বাসায় নেট নাই। তাই ঐখানে কোন কিছু ডাউনলোড করে ইন্সটল করার সুযোগ নেই। যা ডাউনলোড করার আমাকেই করে নিয়ে যেতে হবে।

ashickur.noor
March 1st, 2012, 03:01 AM
না, কোন গ্রাফিক্যাল উপায় নাই। আপনি নিজেই স্ক্রিপ্ট লিখে নিতে পারেন।

shahan
May 24th, 2012, 02:38 PM
না, কোন গ্রাফিক্যাল উপায় নাই। আপনি নিজেই স্ক্রিপ্ট লিখে নিতে পারেন।
এই কাজটা পারলে তো কবেই করে ফেলতাম !