PDA

View Full Version : ডিভিডি রাইট করতে পারছি না।



shahanur79
February 7th, 2012, 03:48 PM
আমি উবুন্টু ১১.০৪ ইউজ করছি। উবুন্টুতে আমি একেবারেই নতুন। বেশ কয়েকটা ফোরামের মাধ্যমে উবুন্টুর সাথে পরিচয়। যাইহোক, আমি ডিভিডি রাইট করার জন্য k3b ইনষ্টল দিয়েছি। কিন্তু এটার ইন্টারফেস আমার কাছে একেবারেই নতুন লাগছে। কিভাবে ডিভিডি রাইট করবো বুঝতে সমস্যা হচ্ছে। যদি কেউ হেল্প করতেন ভাল হত।

Jahid65
February 8th, 2012, 09:42 AM
আপনি কি কোনো ভিডিও বা মুভিকে ডিভিডিতে বার্ন করতে চাচ্ছেন যেটা DVD Player এ দেখা যাবে (Video DVD)? নাকি ডাটা ডিভিডি করতে চান?
যদি Video DVD করতে চান তাহলে Devede কিংবা DVDStyler ব্যবহার করে iso তৈরি করে সেটা k3b দিয়ে Image হিসেবে বার্ন করুন।