PDA

View Full Version : উবুন্টু ১১.১০ এর জন্য ফাইল/ফোল্ডার হাইড ও এ



sufianmehdi
January 3rd, 2012, 06:34 AM
উবুন্টু ১১.১০ এর জন্য ফাইল/ফোল্ডার হাইড ও এনক্রিপশান এর জন্য সবচেয়ে ভাল সফটওয়্যার চাই ।
কিভাবে এনক্রিপটেড ফাইল/ফোল্ডার কে ডিক্রিপ্ট করবো ?
কিভাবে হাইড ফাইল/ফোল্ডার কে আনহাইড করবো ?
সফটওয়্যারটির ব্যাবহার সম্পর্কে বিস্তারিত জানতে চাই ।

shahan
January 8th, 2012, 04:31 PM
ফাইল হাইড করার জন্য কোন সফটওয়্যার এর প্রয়োজন নেই। যেই ফাইলটি হাইড করতে চান তার নামের পূর্বে একটা ডট (.) দিয়ে দিন। যেমন আপনার ফাইলটির নাম ubuntu। তাহলে ফাইলটি রিনেম করতে হবে .ubuntu এই নামে। তাহলেই হাইড হয়ে যাবে। আর এনক্রিপশন করার জন্য নিচের লিংকগুলো দেখতে পারেন।

1. http://www.ubuntugeek.com/gcipher-a-simple-encryption-tool.html
2. http://blog.sudobits.com/2010/05/13/encryption-tool-for-ubuntu-10-04/