PDA

View Full Version : উবুন্টু পোস্টার



maqtanim
October 21st, 2011, 04:21 PM
আমার অফিস-দরজায় উবুন্টুর পোস্টার লাগাবার চিন্তা মাথায় আসার পর ক'দিন ধরেই একটু একটু করে কাজ করছিলাম। অবশেষে দুটি বানিয়ে ফেললাম। বানিয়ে ফেলে সেগুলো আবার সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। পোস্টার দুটি সম্পূর্ণ বাংলায় - বাংলাদেশের কথা মাথায় রেকে বানানো। পোস্টার দুটি নিচের লিংকে পাওয়া যাবে।

http://spreadubuntu.org/en/node/723
http://spreadubuntu.org/en/node/722

কেউ যদি পোস্টার দুটো ব্যবহার করেন, তবে ব্যবহারের পরে কিংবা পোস্টার দেখার পর লোকজনের অভিব্যক্তি কী হয় তা জানার জন্য অধীর আগ্রহে বসে রইলাম।

shahriar86
October 21st, 2011, 05:44 PM
আরেহ বাহ সুন্দর তো। যদি সত্যিই পোস্টার বানানো যেতো দারুণ হতো।

তবে প্রথম পোস্টারটার মাঝখানে খালি জায়গা না রেখে আর কোনভাবে ব্যবহার করা হোক, ভালো লাগছে না।

আরেকটি বিষয়,
দ্বিতীয় পোস্টারে, ধারাবাহিক হেডারের নিচে বলা হচ্ছে "প্রতি ছয় মাস পর পর নতুন ভার্সন রিলিজ হয় এবং নিয়মিত আপডেট হয়" এটা ঠিক মানাচ্ছে না। এর কারণ এতে বুঝা যেতে পারে যে ছয় মাস পর পর আপডেট হচ্ছে (অনেক মানুষই আপডেট আর রিলিজ/আপগ্রেডের পার্থক্য বুঝতে পারবে না)

shahan
October 22nd, 2011, 01:32 PM
অসাধারণ দুইটি পোষ্টার বানিয়েছেন। অন্তত আমার খুবই ভাল লেগেছে। হাত দিয়ে ধরতে ইচ্ছে করছে। জানি না এই ইচ্ছাটা পূরণ হবে কিনা !

shahriar86
October 22nd, 2011, 05:19 PM
শাহান ভাই গ্লসি পেপারের উপর প্রিন্ট করে নিয়েন দেখবেন ভালোই লাগবে।

syeef
October 22nd, 2011, 10:31 PM
চমৎকার দুইটা পোস্টা উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিন্ট করে নিজ ঘরের দরজায় এবং ভিতরে লাগাবো। সবার প্রতিক্রিয়া অবশ্যই জানাবো।


আরেকটি বিষয়,
দ্বিতীয় পোস্টারে, ধারাবাহিক হেডারের নিচে বলা হচ্ছে "প্রতি ছয় মাস পর পর নতুন ভার্সন রিলিজ হয় এবং নিয়মিত আপডেট হয়" এটা ঠিক মানাচ্ছে না। এর কারণ এতে বুঝা যেতে পারে যে ছয় মাস পর পর আপডেট হচ্ছে (অনেক মানুষই আপডেট আর রিলিজ/আপগ্রেডের পার্থক্য বুঝতে পারবে না)
সহমত।

যদি কেউ আপডেট আর রিলিজ/আপগ্রেডের পার্থক্য জানতে চায় তবে জানিয়ে দেয়া যাবে। কিন্তু কেউ জিজ্ঞাসই করে না। আগেই খারাপ নিজের মনে একটা খারাপ ধারনা তৈরী করে নেয়।

shahan
October 23rd, 2011, 04:40 AM
শাহান ভাই গ্লসি পেপারের উপর প্রিন্ট করে নিয়েন দেখবেন ভালোই লাগবে।

গ্লসি পেপার কোনটা? ফটো ষ্টুডি্ওতে যেটিতে প্রিন্ট করে সেটি? A4 সাইজে প্রিন্ট দিব নাকি?

baten
January 23rd, 2012, 06:03 PM
দুটোই খুব সুন্দর হয়েছে। নীলুদা কে ধন্যবাদ

nishachar
January 27th, 2012, 07:45 PM
আমার অফিস-দরজায় উবুন্টুর পোস্টার লাগাবার চিন্তা মাথায় আসার পর ক'দিন ধরেই একটু একটু করে কাজ করছিলাম। অবশেষে দুটি বানিয়ে ফেললাম। বানিয়ে ফেলে সেগুলো আবার সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। পোস্টার দুটি সম্পূর্ণ বাংলায় - বাংলাদেশের কথা মাথায় রেকে বানানো। পোস্টার দুটি নিচের লিংকে পাওয়া যাবে।

http://spreadubuntu.org/en/node/723
http://spreadubuntu.org/en/node/722

কেউ যদি পোস্টার দুটো ব্যবহার করেন, তবে ব্যবহারের পরে কিংবা পোস্টার দেখার পর লোকজনের অভিব্যক্তি কী হয় তা জানার জন্য অধীর আগ্রহে বসে রইলাম।

ভালো হয়েছে।তয় পোস্টার ছাপাবার পয়সা নাই তবে প্রিন্ট কইরা লাগামু দেখি। :d