PDA

View Full Version : উবুন্টু ১১.১০ রিলিজ পার্টি, ঢাকা, বাংলাদেশ



ashickur.noor
October 19th, 2011, 01:23 PM
সকলের উপদেশ,পরামর্শ এবং আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।
জনসম্মতিক্রমে আয়োজনের তারিখ এবং স্থান নির্বাচন করা হয়েছে

আয়োজনের বিস্তারিত :

আয়োজনের তারিখ: ২৮শে অক্টবোর ২০১১ ইং রোজ শুক্রবার।
আয়োজনের স্থান: ছবির হাট, ঢাকা বিশ্ব বিদ্যালয়, ঢাকা।
আয়োজনের সময়: বিকাল ৩:৩০

আয়োজনের যা যা থাকবে



আয়োজনের একটি ব্যানার
উবুন্টু (উবুন্টু বাংলাদেশে লোকো টিমও হতে পারে) লোগো সহ একটি কেক
উবুন্টু ১১.১০ এর রাইট করা সিডি/ডিভিডি (ডিভিডিতে কিছু প্রয়োজনীয় প্যাকেজ দেওয়া থাকবে)
অংশগ্রহনকারীদের জন্য স্ন্যাক্স
কোমল পানীয়
ইন্সটলেশন এবং সাপোর্ট। উবুন্টু ১১.১০ অথবা অন্য যেকোন উবুন্টু সংস্করন ইনস্টল করে দেওয়া হবে, এবং উবুন্টু সম্পর্কিত সমস্যার সমাধান এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করা হবে।

মিটশুবেশি ব্রান্ডের সিডি এবং ডিভিডি দেওয়ার চেষ্টা করব। সিডি এবং ডিভিডি'র মূল্য আমি এখন বলতে পারছি না সিডি সম্ভবত ৪০ টাকা এবং ডিভিডি ৫০ টাকা হতে পারে। দাম এখন সম্পূর্ন অনিশ্চিৎ।
আমার সাথে যারা খরচ শেয়ার করতে আগ্রহ প্রকাশ করেছেন তাদের সাথে যোগাযোগ করার তথ্য আমাকে মেইলে দিলে আমার জন্য সুবিধা হত।

বাংলাদেশ উবুন্টু লোকো টিম থেকে একটি লোগো চাচ্ছি যা কেকের উপরে প্রিন্ট করতে পারব।
নিবন্ধনের জন্য এখানে (http://tinyurl.com/urpbd1110) আপনার তথ্য দিন। নিবন্ধনের শেষ সময় ২৬ শে অক্টবোর ২০১১ ইং, রোজ বুধবার।

পরিশেষে বলতে চাচ্ছি আয়োজনে দেশের সকল উবুন্টুপ্রেমী তথা লিনাক্সপ্রেমীদের সতস্ফূর্ত অংশগ্রহন কামনা করছি।

--
ধন্যবাদ
মো: আশিকুর রহমান (আশিকুর_নূর)
সদস্য, উবুন্টু বাংলাদেশ লোকো টিম

shahan
October 19th, 2011, 02:42 PM
আমি আসছি :)

maqtanim
October 19th, 2011, 05:41 PM
ভাল উদ্যোগ! আমি ২৮ তারিখে ইতিমধ্যে বুক হয়ে গিয়েছি, ঢাকার বাইরে যাবার কথা। দেখা যাক ... আসা যায় কী না!

shahan
October 19th, 2011, 06:25 PM
ভাল উদ্যোগ! আমি ২৮ তারিখে ইতিমধ্যে বুক হয়ে গিয়েছি, ঢাকার বাইরে যাবার কথা। দেখা যাক ... আসা যায় কী না!
ভাইয়া প্লিজ...
আমাদের এভাবে ফেলে যাবেন না। একদিন একটু ম্যানেজ করতে চেষ্টা করুন। আর আমাদের লোকো ফোরামের লোগো দরকার।

shahriar86
October 22nd, 2011, 05:21 PM
ইয়ে ইয়ে আমিও আসার চেষ্টা করবো।

নুর ভাই আমাকে ব্যক্তিগত বার্তায় জানিয়েছেন যারা অনুষ্ঠানে আসবেন তাদের জন্য বিশেষ সারপ্রাইজ অপেক্ষা করছে। সুতরাং সুযোগ থাকলে অবহেলায় নষ্ট করেন না পরে পস্তাবেন

ashickur.noor
October 23rd, 2011, 05:34 AM
ভাই কাজটা ঠিক করলেন না, তথ্য ফাস কইরা দিলেন?

shahan
October 23rd, 2011, 06:26 AM
ভাই কাজটা ঠিক করলেন না, তথ্য ফাস কইরা দিলেন?

ভাই আরো একটু ফাঁস করেন :)

ashickur.noor
October 24th, 2011, 09:21 AM
ভাই আরো একটু ফাঁস করেন :)
না আর করবা না, করলে আয়োজনের মজা সাথে আয়োজনটাই নষ্ট হতে পারে।

shahan
October 24th, 2011, 01:32 PM
ঠিক আছে। ২৮ তারিখের অপেক্ষায় রইলাম :)

ashickur.noor
October 29th, 2011, 06:28 AM
আসসালামুয়ালাইকুম

আপনাদের সকলকে ধন্যবাদ যারা উবুন্টু ১১.১০ রিলিজ পার্টি তে যোগ দিয়ে আমাদের চেষ্টাকে সফল করে তুলেছেন। আয়োজনের কিছু ছবি পাবেন এখানে (tinyurl.com/urpbdpic), আর আপনাদের কাছে যেসকল ছবি আছে তা শেয়ার দিলে আমি তা আমার পিকাসা এম্বালে আপলোড করে একটি জায়েন্ট ফোল্ডার বানাব।

আয়োজন সম্পর্কে আপনাদের কোন মন্তব্য এখানে (tinyurl.com/urpbdf) দিয়ে আমাদের পরবর্তি আয়োজন গুলো আরো ভালভাবে করার সুযোগ দিন।


বি: দ্র: আপনারা যারা আয়োজনে অংশগ্রহন করতে পারেন নাই, তাদের দুঃখ করার প্রয়োজন নাই, আগামীতে আপানাদের সাথে দেখা হবে।

shahan
October 29th, 2011, 05:23 PM
ধন্যবাদ আশিকুর নুর ভাইয়া আমাদের এই রকম একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
আগামীতে আমরা আশা করি আরো বড় করে করতে পারব। তবে যারা আসতে পারেনি তারা সত্যিই মিস করেছে।