PDA

View Full Version : রিলিজ উদযাপন প্রসংগ



shahan
October 10th, 2011, 12:42 PM
আর দুইদিনের মাথায় রিলিজ পেতে যাচ্ছে আমাদের প্রিয় উবুন্টু 11.10 এডিশন। নতুন রিলিজ হিসেবে পুরো বিশ্বেই বিভিন্ন কমিউনিটি এটাকে উদযাপন করবে। আমাদের কমিউনিটির কি কারও কোন প্লান আছে?

shahan
October 13th, 2011, 02:45 PM
অবশেষে উবুন্টু 11.10 রিলিজ পেল। আমাদের কি রিলিজ পার্টির ব্যাপারে কারও কোন প্লান আছে?

maqtanim
October 13th, 2011, 02:56 PM
কোনও প্ল্যান আছে বলে এখনো জানিনা। আসলে সবাই এখন এত ব্যস্ত হয়ে পড়েছে যে কেউই আর আগের মত সময় দিতে পারছিনা! :( শাবাব ভাই বা শাহরিয়ার ভাই প্ল্যান নিয়ে ভালো বলতে পারবেন।

shahan
October 13th, 2011, 05:41 PM
আসলে যারা উবুন্টু বাংলাদেশের সাথে অনেক দিন ধরে আছেন তারা যদি একটা উদ্যোগ নেন তাহলে মনে হয় কাজ করার মত স্বেচ্ছাসেবকদের অভাব হবে না। শুধু দরকার উদ্যেগ। আশা করি বড়রা এই ব্যাপারটা একটু গুরুত্বের সাথে দেখবেন।
তাছাড়া ভার্চুয়াল জগতে্ও উবুন্টু বাংলাদেশ কিন্তু খুব একটা শক্ত পজিশনে এখন নেই। তাই সবগুলো বিষয় নিয়েই আমাদের ভাবতে হবে। আর তাই এই রিলিজের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।