PDA

View Full Version : ``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১'' তে বাংলাদেশে



ashickur.noor
September 12th, 2011, 05:51 PM
মুক্ত সফটওয়্যার আন্দোলন একটি সামাজিক আন্দোলন যার উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীর অধিকার সংরক্ষণ করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মুক্ত সফটওয়্যার আন্দোলন, মুক্ত সফটওয়্যার তৈরি করতে, ব্যবহার করতে এবং মানোন্নয়ন করতে উৎসাহ প্রদান করে। আশির দশকের শুরুর দিকে রিচার্ড স্টলম্যান এই দর্শনকে বাস্তবায়নের জন্য গ্নু(GNU) প্রকল্প শুরু করেন। এজন্যেই তাঁকে এই আন্দোলনের প্রবক্তা হিসাবে গণ্য করা হয়। এই আন্দোলন কে তরাণ্বিত করতে ২০০৪ সাল থেকে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবারে পালন করা হচ্ছে "সফটওয়্যার মুক্তি দিবস"। ২০১১ সালে এই দিনটি হলো ১৭ই সেপ্টেম্বর। আরো বিস্তারিত জানতে ঘুরে আসুন - http://wiki.softwarefreedomday.org থেকে। সারা পৃথিবীতে কারা কারা এই দিনটি উদযাপন করছে তা দেখতে হলে এখানে ঘুরে আসুন http://wiki.softwarefreedomday.org/CategoryTeam2011

ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এ বছর সকল উন্মুক্ত সফটওয়্যারপ্রেমীকে সাথে নিয়ে পালন করতে যাচ্ছে "সফটওয়্যার মুক্তি দিবস - ২০১১"। আয়োজনটি অনুষ্ঠিত হবে প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে।

আয়োজনের তারিখ ও সময়: ১৭ই শে সেপ্টেম্বর ২০১১ইং, শনিবার। সকাল ১০টা থেকে শুরু হবে আয়োজন।
আয়োজন স্থল: প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়, বনানী ক্যাম্পাস।
আয়োজনের বিস্তারিত সূচী (৮ঘন্টা ৩০মিনিটের দিনব্যাপী এ আয়োজন সকলের জন্য উন্মুক্ত):

১। সকাল ১০টায় আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা করা হবে এবং সাথে কিছু স্বাগত বক্তব্য দেবেন আয়োজক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
২। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার ও লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রদর্শনী চলবে।
৩। দিনব্যাপী এ আয়োজনে আরো থাকছে ''সফটওয়্যার মুক্তি আন্দোলন'' নিয়ে তথ্যভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শনী।
৪। এছাড়াও আয়োজনস্থলে থাকবে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভে, পছন্দের মিডিয়াতে এবং সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা।

বিশেষ আকর্ষন:
প্রথমবারের মতন এবার থাকছে **``লিনাক্স ইন্সটলেশন বুথ''। যেখানে আমাদের স্বেচ্ছাসেবকগণ আয়োজনে অংশগ্রহনকারীর পছন্দ অনুসারে তাঁদের ল্যাপটপ কিংবা নেটবুকে লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রো ইন্সটল এবং ইন্সটল পরবর্তী নিত্য প্রয়োজনীয় সেটিংসগুলো করে দেবেন। (অনলাইনে ফর্মপূরনকারীরা অগ্রাধিকার পাবেন।)

আয়োজনস্থ্যলের লেআউট
http://img14.imageshack.us/img14/1839/layoutxt.png (http://imageshack.us/photo/my-images/14/layoutxt.png/)

---
মো: আশিকুর রহমান (আশিকুর_নূর)
সহকারী সমন্বয়ক, অান্তর্জালিক প্রকাশনা, “সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১, বাংলাদেশ” উদযাপন পরিষদ
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ।

আয়োজনে আপনার যোগদান নিশ্চিত করতে এই ফর্মে আপনার তথ্য যুক্ত করে দিন। (http://bit.ly/sfd-2011-bd)

ashickur.noor
September 18th, 2011, 05:22 AM
সকাল ১০ টায় বাংলাদেশের জাতীয় সংগীত এবং সফটওয়্যার মুক্তি দিবস এর গান দিয়ে আয়োজন শুরু করা হয়। এরপর সফটওয়্যার মুক্তি দিবস এর রিচার্ড স্টলম্যানের ভিডিও চিত্র বাংলায় অনুবাদ করে দেখান হয় (এফওএসএস বাংলাদেশ কর্তৃক বাংলায় অনুবাদকৃত)। এরপর আসল অনুষ্ঠান শুরু হয়। অংশগ্রহনকারীদের জন্য সারাদিন ব্যাপী ছিল ছিল সেমিনার এবং বিভিন্ন শেসন--

সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার আর লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রদর্শনী চলেছে এবং এ আয়োজন সবার জন্য উন্মুক্ত ছিলো। দিনব্যাপী আয়োজনে আরো ছিলো ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শনী এবং সেমিনার। সেমিনারে লিনাক্স ইন্সটলেশন নিয়ে আলোচনা করেন এবং ডেমো দেন এফওএসএস বাংলাদেশের স্বেচ্ছাসেবক আশিকুর রহমান নূর, ইন্টারনেট কানেকশন সেটিংস বিষয়ে আলোচনা করেন এফওএসএস বাংলাদেশের মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদার, গিম্প দিয়ে ফটো এডিটিং বিষয়ে আলোচনা এবং ডেমো দেন স্বেচ্ছাসেবক সোহানুর রহিম জোয়াদার। এরপর দুপুর দেড়টা থেকে মধ্যান্হ বিরতিতে দর্শকদের সাথে মত বিনিময় করা হয় এবং প্রচার করা হয় লিনাক্স ওএস নিয়ে জেটিএস ম্যুর এর বিশেষ চলচ্চিত্র ''রেভুল্যুশন ওএস''। বিকাল ৩টায় আবারো সেমিনার শুরু হয় এবং এবার লিব্রে অফিস এবং লিব্রে ক্যাড সফটওয়্যারের ব্যবহার নিয়ে আলোচনা এবং ডেমো দেন এফওএসএস বাংলাদেশের তথ্য ও গবেষণা সচিব ডঃ মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান শামীম। এরপর লিনাক্স মিন্ট ব্যবহার করে দৈনন্দিন কাজকর্মের উপযোগীতা বিষয়ে আলোচনা করেন এফওএসএস বাংলাদেশের সভাপতি জনাব জেড এম মেহেদী হাসান। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব এবং এ পর্ব চলে প্রায় ঘন্টব্যাপী।

এবারেই প্রথমবারের মতো আয়োজনে ছিলো ''লিনাক্স ইন্সটলেশন ও সাপোর্ট বুথ''। যেখানে আমাদের স্বেচ্ছাসেবকগণ আয়োজনে অংশগ্রহনকারীর পছন্দ অনুসারে তাঁদের ল্যাপটপ কিংবা নেটবুকে লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রো ইন্সটল এবং ইন্সটল পরবর্তী প্রয়োজনীয় সেটিংসগুলো করে দিয়েছেন। এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভ বা পছন্দের মিডিয়াতে অথবা সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা ছিলো। আরও ছিল ওয়াইফাই জোন, iso সংগ্রহ করার বুথ এবং সিডি ডিভিডি সংগ্রহ করার বুথ।

আয়োজনের কিছু ছবি (http://goo.gl/photos/FWMgtFLNZX)।

shahan
October 12th, 2011, 05:41 PM
প্রোগ্রামটা আসলেই অনেক ভাল হয়েছিল। আর আমার অল্প সময় থাকারও সুযোগ হয়েছিল :)