PDA

View Full Version : লিনাক্স মিন্টে ফায়ারফক্সে ফন্ট সমস্যা



prativasic
August 16th, 2011, 04:10 AM
গত কয়েকদিন আগে লিনাক্স মিন্ট-১০ (জুলিয়া) ৩২ বিট ইন্সটল করেছি। শুরুতে সব ঠিক ছিল। তারপর বাংলার জন্য ফন্ট ঠিক করে UTF-8 এনকোডিং ঠিক করে দেই। এরপর ব্রাউজার রিস্টার্ট করে দেখি কোন লেখা (body text) দেখা যাচ্ছে না (স্ক্রীনশট (http://i1140.photobucket.com/albums/n568/prativasic/Screenshot0.png))। অবাক বিষয় হচ্ছে এরপর ইংরেজী ফন্টের সাইটেও একই সমস্যা দেখাচ্ছে (স্ক্রীনশট (http://i1140.photobucket.com/albums/n568/prativasic/Screenshot1.png))। অর্থাৎ সব সাইটেই এই সমস্যা দেখাচ্ছে। সেফমুডে সব কিছু রিসেট করেও কোন লাভ হয়নি। সবশেষে "Allow pages to choose their own fonts, instead of my selections above" থেকে টিক তুলে দেয়ার পর লেখা দেখা যাচ্ছে। কিন্তু সঙ্গত কারণেই তাতে বিভিন্ন সাইটের নিজস্ব ফন্ট সিলেকশন কাজ করছে না (স্ক্রীনশট (http://i1140.photobucket.com/albums/n568/prativasic/Screenshot3.png))। জুলিয়ার সাথে আসা ফায়ারফক্স ৩.৬ কে তার লেটেস্ট ভার্সনে আপডেট করেও কোন উন্নতি হয়নি। অবশেষে ফায়ারফক্স ৫.০ ইন্সটল করেও দেখলাম। কিন্তু কোন উন্নতি নাই। কি করা যায়- পরামর্শ চাচ্ছি।

aniruddha.adhikary
August 16th, 2011, 10:13 AM
ভাই, এটা উবুন্টূ ফোরাম, লিনাক্স মিন্টের সাহায্য এখানে চাচ্ছেন যে? যদিও দুই ডিস্ট্রোর অনেক মিল আছে, তবুও...।

আপনি প্রজন্ম ফোরামে (http://forum.projanmo.com/forum55.html) দেখতে পারেন। এটি লিনাক্স মিন্ট বাংলাদেশের অফিসিয়াল ফোরাম।

prativasic
August 17th, 2011, 11:01 AM
অনিরুদ্ধ ভাই,
এটা উবুন্টুর ফোরাম বলেই মিন্টের জন্যেও সাপোর্ট দেয়া হয়। তবে তার সাব-ফোরাম হলো এখানে (http://ubuntuforums.org/forumdisplay.php?f=401)। এটা বাংলাদেশ টীমের সাব-ফোরাম বলেই এখানে পোস্ট করলাম। তারপরেও সেটা যদি অনুচিত হয়ে থাকে তাহলে মডারেটরদের অনুরোধ করব এটাকে যথোপযুক্ত স্থানে সরাতে।

আপডেটঃ
সমস্যার সমাধান হয়েছে। /usr/share/fonts/truetype -এ msfonts নামে ফোল্ডার খুলে তাতে মাইক্রোসফটের ফ্রি ফন্টগুলো রেখেছিলাম। কিন্তু তাদের পারমিশন ছিল ৬০০; পরে সেটা পরিবর্তন করে ৬৪৪ করাতে সব ঠিক হয়ে গেছে।