prativasic
August 16th, 2011, 04:10 AM
গত কয়েকদিন আগে লিনাক্স মিন্ট-১০ (জুলিয়া) ৩২ বিট ইন্সটল করেছি। শুরুতে সব ঠিক ছিল। তারপর বাংলার জন্য ফন্ট ঠিক করে UTF-8 এনকোডিং ঠিক করে দেই। এরপর ব্রাউজার রিস্টার্ট করে দেখি কোন লেখা (body text) দেখা যাচ্ছে না (স্ক্রীনশট (http://i1140.photobucket.com/albums/n568/prativasic/Screenshot0.png))। অবাক বিষয় হচ্ছে এরপর ইংরেজী ফন্টের সাইটেও একই সমস্যা দেখাচ্ছে (স্ক্রীনশট (http://i1140.photobucket.com/albums/n568/prativasic/Screenshot1.png))। অর্থাৎ সব সাইটেই এই সমস্যা দেখাচ্ছে। সেফমুডে সব কিছু রিসেট করেও কোন লাভ হয়নি। সবশেষে "Allow pages to choose their own fonts, instead of my selections above" থেকে টিক তুলে দেয়ার পর লেখা দেখা যাচ্ছে। কিন্তু সঙ্গত কারণেই তাতে বিভিন্ন সাইটের নিজস্ব ফন্ট সিলেকশন কাজ করছে না (স্ক্রীনশট (http://i1140.photobucket.com/albums/n568/prativasic/Screenshot3.png))। জুলিয়ার সাথে আসা ফায়ারফক্স ৩.৬ কে তার লেটেস্ট ভার্সনে আপডেট করেও কোন উন্নতি হয়নি। অবশেষে ফায়ারফক্স ৫.০ ইন্সটল করেও দেখলাম। কিন্তু কোন উন্নতি নাই। কি করা যায়- পরামর্শ চাচ্ছি।