PDA

View Full Version : উবুন্টু ১০.১০ এ লোকালহোস্টে ওয়ার্*ডপ্রেস ø



sayed.habib12
August 12th, 2011, 09:39 AM
বাংলায় আবার উবুন্টু ফোরাম দেখে ভালো লাগছে। আশা করি জমবে ভালো:d।

আমি উবুন্টু ১০.১০ ব্যাবহার করি। এখন আমি লোকালহোস্টে ওয়ার্*ডপ্রেস ইন্সটল করতে চায়। কিভাবে করব? আশা করি সাহায্য পাবো।

aniruddha.adhikary
August 12th, 2011, 10:16 AM
বাংলায় আবার উবুন্টু ফোরাম দেখে ভালো লাগছে। আশা করি জমবে ভালো:d।

এর আগেও বাংলায় উবুন্টু ফোরাম ছিল?


আমি উবুন্টু ১০.১০ ব্যাবহার করি। এখন আমি লোকালহোস্টে ওয়ার্*ডপ্রেস ইন্সটল করতে চায়। কিভাবে করব? আশা করি সাহায্য পাবো।

এখানে থেকে (http://www.apachefriends.org/download.php?xampp-linux-1.7.4.tar.gz) XAMPP স্ট্যাক ডাউনলোড করুন। এরপর টার্মিনাল খুলে লিখুনঃ

cd Downloads
sudo tar xvfz xampp-linux-1.7.4.tar.gz -C /opt
sudo /opt/lampp/lampp start


আপনার সার্ভার চালু হবে। /opt/lampp/htdocs ফোল্ডারে Wordpress এর ফাইলগুলি এক্সট্রাক্ট করুন। আপনার পছন্দের ব্রাউজার খুলে তাতে লিখুন, http://localhost/phpmyadmin। এখান থেকে mySQL ডাটাবেজ সেটআপ করে নিন।
তারপর localhost ওপেন করে ওয়ার্ডপ্রেস কনফিগার করে নিন।

sayed.habib12
August 12th, 2011, 12:00 PM
/opt/lampp/htdocs এ কোনো ফাইল কপি হয় না:(

lab11
August 12th, 2011, 01:27 PM
/opt/lampp/htdocs এ কোনো ফাইল কপি হয় না:(


chmod 777 /opt/lampp/htdocs

aniruddha.adhikary
August 12th, 2011, 01:28 PM
/opt/lampp/htdocs এ কোনো ফাইল কপি হয় না:(


Alt+F2 চেপে তাতে লিখুন:
gksu nautilusএবার /opt/lampp/htdocs এ ঢুকে দেখুন।

(কোন আর্কাইভ ফাইল সরাসরি এক্সট্রাক্ট হবে না। আর্কাইভটিকে আগে অন্য কোথাও এক্সট্রাক্ট করে সেখান থেকে কপি করতে হবে।)



chmod 777 /opt/lampp/htdocs
আপনার মাথা খারাপ?

sayed.habib12
August 13th, 2011, 11:13 AM
ধন্যবাদ, অনিরুদ্ধ ভাইকে।

shahriar86
August 28th, 2011, 02:52 PM
xamp এর বদলে লিনাক্সের নেটিভ LAMP ব্যবহার করে দেখতে পারেন

আমি নিজেও কিছুদিন লোকালহোস্ট সেটআপ করে ওয়ার্ডপ্রেস নিয়ে গুতোগুতি করেছি। সে বিষয়ে বিস্তারিত পাবেন আমাদের প্রযুক্তি ফোরামের এই পোস্টে (http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=60&t=2632)

shahan
October 8th, 2011, 06:37 PM
chmod 777 /opt/lampp/htdocs
আপনার মাথা খারাপ?
মাথা খারাপের ব্যাপারটা বুঝলাম না!

shahriar86
October 8th, 2011, 06:50 PM
মাথা খারাপের ব্যাপারটা বুঝলাম না!
অনুরুদ্ধ হয়তো বোঝাতে চেয়েছিলেন রিড রাইট এক্সিকিউট এর ক্ষমতা একবারে না দিয়ে দেওয়া হয়।

রুট ফাইল যত্ততত্র ভাবে ওপেন করে রাখা উচিত নয়, এটা নিরাপদ নয়, কারণ যে কোন স্ক্রিপ্ট এখানে ঢুকায় দেয়া যেতে পারে। এই অভ্যাস শুরুতে করলে দেখা যাবে লাইভ সিস্টেমেও একইরকম অভ্যাস রয়ে যাবে।

shahan
October 8th, 2011, 06:56 PM
অনুরুদ্ধ হয়তো বোঝাতে চেয়েছিলেন রিড রাইট এক্সিকিউট এর ক্ষমতা একবারে না দিয়ে দেওয়া হয়।

রুট ফাইল যত্ততত্র ভাবে ওপেন করে রাখা উচিত নয়, এটা নিরাপদ নয়, কারণ যে কোন স্ক্রিপ্ট এখানে ঢুকায় দেয়া যেতে পারে। এই অভ্যাস শুরুতে করলে দেখা যাবে লাইভ সিস্টেমেও একইরকম অভ্যাস রয়ে যাবে।
ধন্যবাদ শাহরিয়ার ভাই ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য।

sudo chmod 777 -Rf /opt/lampp/htdocs/আমিতো সবসময় এটা ব্যবহার করি। এটাও কি বিপদজ্জনক?

shahriar86
October 8th, 2011, 08:20 PM
sudo chmod 777 -Rf /opt/lampp/htdocs/আমিতো সবসময় এটা ব্যবহার করি। এটাও কি বিপদজ্জনক?



আসলে রুট সাবফোল্ডারের কোন ফাইল পার্মিশন একেবারের জন্য read write execute এ পরিবর্তন করে দেয়া কখনই ঠিক না। আপনার প্রয়োজনের সময় নটিলাল বা অন্য কোন ফাইল ম্যানেজারকে রুট পার্মিশন দিয়ে ওপেন করে কাজ আদায় করে নিন।

বিষয়টা এমন: বন্ধুবান্ধবকে বাসায় দাওয়াত দিয়েছেন নিজে কষ্ট করে রান্না করেছেন। বন্ধুবান্ধব আসার জন্য দরজা হাঁ করে খোলা রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন আর একটা ত্যাদড় বিড়াল এসে আপনার শখ করে তৈরি করা খাবার খেয়ে যেতে পারে, তাই যখন বন্ধুরা এসে কলিংবেল বাজাবে তখনই কেবল দরজা খোলা রাখুন

shahan
October 9th, 2011, 04:20 AM
আসলে রুট সাবফোল্ডারের কোন ফাইল পার্মিশন একেবারের জন্য read write execute এ পরিবর্তন করে দেয়া কখনই ঠিক না। আপনার প্রয়োজনের সময় নটিলাল বা অন্য কোন ফাইল ম্যানেজারকে রুট পার্মিশন দিয়ে ওপেন করে কাজ আদায় করে নিন।

বিষয়টা এমন: বন্ধুবান্ধবকে বাসায় দাওয়াত দিয়েছেন নিজে কষ্ট করে রান্না করেছেন। বন্ধুবান্ধব আসার জন্য দরজা হাঁ করে খোলা রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন আর একটা ত্যাদড় বিড়াল এসে আপনার শখ করে তৈরি করা খাবার খেয়ে যেতে পারে, তাই যখন বন্ধুরা এসে কলিংবেল বাজাবে তখনই কেবল দরজা খোলা রাখুন
ধন্যবাদ শাহরিয়ার ভাই :)