PDA

View Full Version : দেখে ভাল লাগছে



ashickur.noor
July 30th, 2011, 04:16 AM
উবুন্টু ফোরামে উবুন্টু-বাংলাদেশ দেখে ভালই লাগছে।

shahriar86
July 30th, 2011, 11:20 AM
হেঃ হেঃ

দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা। আসুন দেখা যাক কতোটা জমানো যেতে পারে ফোরামটা।

durlav
July 30th, 2011, 01:56 PM
যোগ দিলাম...সবার উপস্থিতি চাই এখানে তাড়াতাড়ি.....:)

abhi_69
August 5th, 2011, 07:02 AM
উবুন্টু-বাংলাদেশ ফোরাম আবার দেখে ভালো লাগছে। এর সাফল্য কামনা করছি। টুইটারে শাহরিয়ার ভাই মারফত জেনেই তাই দীর্ঘদিন পর ঢুঁ মেরে দেখে গেলাম এই ফোরামকে :d

shahriar86
August 5th, 2011, 07:30 AM
উবুন্টু-বাংলাদেশ ফোরাম আবার দেখে ভালো লাগছে। এর সাফল্য কামনা করছি। টুইটারে শাহরিয়ার ভাই মারফত জেনেই তাই দীর্ঘদিন পর ঢুঁ মেরে দেখে গেলাম এই ফোরামকে :d

কেবল ঢুঁ মেরে গেলেই হবে অংশগ্রহণ করবেন না?

toufiqueimam
August 5th, 2011, 10:06 AM
Nice to see you Ubuntubd forum

shamim
August 5th, 2011, 12:12 PM
:d
আশা করি এই ফোরামটা ডাউন হবে না। কিংবা ডাউন হলেও সেটা সামান্য হবে।

toufiqueimam
August 7th, 2011, 09:11 PM
বিদ্রঃ এখানে বাংলায় বিভিন্ন সমস্যা পোষ্ট করা যাবেতো?

maqtanim
August 8th, 2011, 09:04 AM
বিদ্রঃ এখানে বাংলায় বিভিন্ন সমস্যা পোষ্ট করা যাবেতো?
হ্যা অবশ্যই করা যাবে, তবে একই পোস্টে/থ্রেডে বাংলা-ইংলিশ মেশানো যাবেনা। :)

সংযোজনীঃ দেখলাম তুমি ৭ নাম্বার পোস্টে ইতিমধ্যেই মিশ্রনের কাজখানা করে ফেলেছ!

ASIF SAHO
August 12th, 2011, 05:46 AM
আইসা পরছি :p
ভালই লাগতেছে, এখন জমলেই হয় :d

prativasic
August 12th, 2011, 09:37 AM
যাক, আবার তাহলে চালু হল! অনেকদিন অপেক্ষায় ছিলাম। আশা করি, হুট করে বন্ধ হয়ে যাবে না।

aniruddha.adhikary
August 12th, 2011, 10:19 AM
যাক, আবার তাহলে চালু হল! অনেকদিন অপেক্ষায় ছিলাম। আশা করি, হুট করে বন্ধ হয়ে যাবে না।

এখানে সেই সম্ভবনা একেবারেই নাই, নিশ্চয়তা দিলাম।

rono_ceh
August 12th, 2011, 11:46 AM
:d

shahan
October 12th, 2011, 05:15 PM
সবাইকে নিয়ে আবারও এখানে জমবে উবুন্টু নিয়ে আড্ডা । সেই প্রত্যাশাই রইল।

baten
January 23rd, 2012, 05:34 PM
আমিও আজ যোগ দিলাম আপনাদের সাথে। তবে কত দিন যে নিয়মিত থাকতে পারবো আল্লাহ জানেন।

reepon
June 10th, 2012, 07:10 PM
আরে বাহ্ ! সব দেখি আমরাআমরাই :p

mjonyh
June 21st, 2012, 08:59 AM
যোগ দিলাম। ভালই লাগছে।