Results 1 to 2 of 2

Thread: উবুন্টু ১২.০৪ ইনস্টলেশন - কিছু সমস্যা

  1. #1
    Join Date
    Sep 2009
    Location
    INDIA
    Beans
    179
    Distro
    Ubuntu 22.04 Jammy Jellyfish

    উবুন্টু ১২.০৪ ইনস্টলেশন - কিছু সমস্যা

    আমি দীর্ঘদিন ধরেই উবুন্টু কে উবি দিয়েই ইনস্টল করে ব্যবহার করে আসছিলাম। কিছুদিন আগে আদনান ‘এর ব্লগ পড়ে প্রভাবান্বিত হয়ে ঠিক করলাম যে আলাদা পার্টিশন করেই উবুন্টু ইনস্টল করবো। কিন্তু হচ্ছেনা। আদনান আমাকে অনেক সময় দিয়েছেন কিন্তু পরবর্ত্তীতে আমাকে এখানেই পোস্ট করতে পরামর্শ দিয়েছেন।

    আমার ডেস্ক টপ কম্পিউটারে দুটো হার্ড ডিস্ক আছে। প্রথমটি ১৬০ জি বি, যাতে একটিই পার্টিশন আছে - ‘সি’ ড্রাইভ। দ্বিতীয়টি ১ টি বি, তিনটি পার্টিশন আছে। আমি উইন্ডোজ ৭ কে পাশাপাশি রেখেই উবুন্টু ব্যবহার করতে চাই। উবুন্টু ১২.০৪ কে পার্টিশন করে ইনস্টল করবো বলে দ্বিতীয় হার্ড ডিস্কে Acronis Disk Manager দিয়ে একটি আলাদা পার্টিশন তৈরী করি এবং ৭৫ জি বি জায়গা দিই। এরপরে লাইভ ডিভিডি কে কম্পিউটারে প্রবেশ করানোর পর পূর্বোক্ত পার্টিশনটিকে নির্বাচিত করি উবুন্টুকে ইনস্টল করার জন্য। এরপর রুট পার্টিশন তৈরী করি। কিন্তু পরবর্ত্তীতে সোয়াপ পার্টিশন তৈরি করতে পারা যাচ্ছেনা এবং যথারীতি হোম পার্টিশনও করা যায়নি। তাই সোয়াপ পার্টিশন না করেই উবুন্টু ইনস্টল করা মনস্থ করি। ইনস্টলেশন শেষ হয় এবং লাইভ ডিভিডি বেরিয়ে আসে এবং রিস্টার্ট শুরু হয়। কিন্তু বুটিং ‘এর পর সরাসরি সেই উইন্ডোজ চালু হয়ে গেল।

    আমার প্রশ্ন – যে হার্ড ডিস্কে ‘সি’ ড্রাইভ আছে সেই হার্ড ডিস্ক ছাড়া অন্য কোন হার্ড ডিস্কে উবুন্টুকে কি পার্টিশন করে ইনস্টল করা যাবে না? এই প্রসঙ্গে জানাই যে আমি এখুনি সম্পূর্ণ ফরম্যাটিং করতে চাইছি না। কিভাবে সম্ভব সেই ব্যাপারে আমি পরামর্শ চাইছি।

    আপনাদের সাহায্যের আশায় রইলাম।

    অনুপম মিত্র
    Last edited by CharlesA; June 24th, 2012 at 04:13 PM. Reason: snipped email

  2. #2
    Join Date
    Aug 2008
    Location
    Chittagong, Bangladesh
    Beans
    6
    Distro
    Ubuntu 11.04 Natty Narwhal

    Re: উবুন্টু ১২.০৪ ইনস্টলেশন - কিছু সমস্যা

    You need to select the disk from BIOS menu to access Ubuntu installation I guess. (Sorry for English reply, I can't use Bangla here). To access the bios boot device selection menu, most of the time you need to press F12 key.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •